প্রেম
ভাই প্রেম ভালবাসা বিরহ ব্রেকাপ ছাড়া কি জগতে গল্প লেখার কোন বিষয় নাই!!!
গ্রুপে প্রেম, পেইজেও প্রেম, পার্কেও প্রেম, চ্যাটেও প্রেম,
এই প্রেম থেকে আমাদের জেনারেশন কোন মতেই বের হতে পারছে না!
রাস্তায় দেখলাম দুই পক্ষ মারামারি করছে তা ও প্রেম নিয়ে,
কবি কবিতা লিখছে প্রেম নিয়ে, গদ্যকার গদ্য, রম্যকার রম্য!!!
মোবাইলে বেজে চলছে, প্রেম তুমি কোথায়!
টিভিতে সিনেমা চলছে ' প্রেম আমার'
ছেলেটা সিগারেট টেনে চলছে প্রেম করে ছ্যাঁকা খাওয়ার অজুহাতে
সিঙ্গেল বলে টগবগে তরুণ সম্প্রদায়ের আজ বড্ড মন খারাপ!
প্রেম নিয়ে লিখলে হিট্, প্রেম চলে গেলেও দাবী করছে ট্রিট!
পুরো বাঙ্গালী জাতির উপ্রে প্রেম ভর করেছে! দেশপ্রেম ভেবে ভুল করবেন না! নারী প্রেম!
প্রেম নিয়ে উপন্যাসিকরা লিখে চলছে রগরগে উপন্যাস
বই মেলায় প্রেমে ছড়াছড়ি, ক্লাশে প্রেম, পরীক্ষার হলে প্রেম!
পুরো মস্তিষ্কে দশ বিলিয়ন নিউরন জুড়ে কেবলি প্রেম
থ্যালামাস, ডোপেমিন,অ্যাড্রেনালিন, নরেপিনেফ্রিনের ছড়াছড়ি চারদিকে,
মস্তিষ্কে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন হরমোনের নিরাপত্তার অনুভূতির মাঝে ভেসে যাচ্ছে জীবন!
এই নিরাপত্তা বেষ্টনী ছেড়ে বের হতে পারছি না কেউ,
সারাক্ষণ টেসট্রোন ও ইস্ট্রোজেন হরমোনের সন্ধানে ঘুরে ফিরি!
পৃথিবী অনিরাপদ হয়ে যাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়তে, জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাচ্ছে বিশ্ব, আবিষ্কার হচ্ছে নতুন নতুন তথ্য উপাত্ত!
কোন খেয়াল নেই আমাদের!
পৃথিবী যখন হাতের মুঠোয় চলে এসেছে প্রেম আমাদের আরো হাতের মুঠোয় এসে গেছে!
এখন আমরা ফেসবুক, ইন্সট্টাগ্রাম, ইয়ুটিয়ুব, হোয়াটস্ এপ্, গুগুল এমন কি আমাজান, আলী বাবা, বিক্রয় ডট কমেও প্রেম খুঁজে ফিরি!😁😂