নারী তুমি: শক্তির এক অমোঘ প্রতীক


অপু চন্দ্র বর্মন
নারী তুমি: শক্তির এক অমোঘ প্রতীক >

তুমি দূর্গা, তুমি সীতা ___ নারী তুমি, শক্তি তুমি পেয়েছো। অপবাদ, অপমান আর কলঙ্কের জবাব দিতে, আগুনে প্রবেশ করেছ । তুমি দ্রৌপদী ___ নারী তুমি, অসন্মানের প্রতিশোধ নিয়েছো, বুঝিয়ে দিয়েছো কতটা ভয়ঙ্কর হতে পারো। তুমি বেহুলা___ নারী তুমি, মৃত্যুকেও পরাজিত করতে পারো। তুমি শক্তি রূপেন সংস্থিতা। তুমি রাধা ___ নারী তুমি, বলে সবাই কলঙ্কিনী তাতে কি? কলঙ্কিনী হবার শক্তি রেখেছো। তুমি অরুন্ধতী __ নারী তুমি, সপ্তর্ষিমন্ডলে , স্বামীর পাশে উজ্জ্বল হয়ে আছো। তুমি উর্বশী, মেনকা, রম্ভা ভাঙাতে পারো কোন তপস্বীর তপস্যা। তুমি রবি ঠাকুরের কৃষ্ণকলি বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী কিংবা দূর্গেশনন্দিনী। তুমি কবিতা , কাব্য, উপন্যাসে ছড়াছড়ি। ধর্ষিতা, অ্যাসিডে ঝলসানো নারী তুমি। ঘুরে দাঁড়াতে পারো__ এ লজ্জা তোমার না , এ আমার ঘৃণিত মানসিক বিকৃতি। তুমি পার্বতী, আমার প্রেমিকা । তুমি গৌরী __ তোমার জায়া শয্যা সঙ্গিনী রাতের বেলা। তুমি উমা __ সন্তান কোলে , মাতৃরূপে সংস্থিতা। নারী তুমি জয় ধ্বজা উড়িয়েছো, জলে স্থলে অন্তরীক্ষে। নারী তুমি , অবলা ভেবোনা নিজেকে। যদি সন্মান, শ্রদ্ধা, ভালোবাসা দাও আমায়। আমি ও উজাড় করে দিতে পারি তোমায়।

Next Post Previous Post