অসহায় মেয়ের জীবন

একটি মেয়ে সব সময় অসহায়!কখনো তার পরিবাবের কাছে,কখনো স্বপ্নের কাছে কখনো ইচ্ছের কাছে,আবার তার ভালোবাসার কাছে! একটা মেয়ে,,,, তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য,, বিয়ের পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য।। তার জীবনে কোন চাওয়া পাওয়া থাকে না যা থাকে সেটা হলো সবাই কে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েটা পারেনা তার ইচ্ছে মতো চলতে। পারেনা তার ছোট ছোট স্বপ্ন গুলো পূরণ করতে পারেনা কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি মা বাবার কথা মতো চলে 'তাহলে মেয়েটি খুব লক্ষী মেয়ে আবার যদি তাদের অবাদ্ধ হয় তাহলে খুব খারাপ মেয়ে। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসার মানুষটি খুব প্রিয় যদি তার কাছে না গিয়ে পরিবাবের কথা মতো চলে তাহলে সেই সার্থপর বেইমান প্রতারক বিশ্বসঘাতক সবার কাছেই সেই মেয়েটা অসহায় আমার প্রশ্ন হলো মেয়েটি এখন কোথায় যাবে?? জীবনে সব কিছু ত্যাগ করে মেয়েরা, তবুও কিছু ছেলে বলে। মেয়েদের মন বুঝা সম্ভব না। . আমি বলি। তোমরা তোমাদের মাকে ভালোবাসো, তাকে বুঝতে শেখো ঐ মানুষটা কি কি ত্যাগ করছে তোমাদের জন্য! তাহলে একটা মেয়ের মন বুঝতে পারবে সহজে, সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায় না। কিছু মেয়ে আছে যারা চায় একটু কেয়ার,, একটু ভালোবাসা চায় মেয়েদের অসম্মান করো না কেননা তুমি ও একটা মেয়ের পিতা.ভাই.বা স্বামী। . মেয়েদের একটু সম্মান করো তাহলে বুঝতে পারবে কি চায় ।একটা মেয়ে আজকাল অনেক ছেলে মেয়েদের নিয়ে বাজে কথা বলে।আরে একটা মেয়েকে বুঝতে হলে নূন্যতম মেধা বা যোগ্যতা লাগে ।।
Next Post Previous Post