একলা আমি- অপু চন্দ্র বর্মন

 এই নিঝুম গাঢ় রাতে

আমি হারাই কবিতাতে!

কবিতা তার পেখম মেলে

এই চাঁদোয়া আকাশ তলে!


আমি নিশীত নিভৃতচারী

আমিতো ভাবনার দুয়ারী!


একান্তই নেহায়েত মনের টানে

নিতান্তই একান্ত সঙ্গোপনে

সন্তর্পণে কবিতাকে নেই টেনে!


রাতভর জেগে থাকি আমি আর চাঁদ

আর সাথে কবিতা-

আমরা তিনজনে কাটাই
পুরো রাত্রিটা!

Next Post Previous Post