একলা আমি- অপু চন্দ্র বর্মন 31 Jan, 2021 এই নিঝুম গাঢ় রাতেআমি হারাই কবিতাতে!কবিতা তার পেখম মেলেএই চাঁদোয়া আকাশ তলে!আমি নিশীত নিভৃতচারীআমিতো ভাবনার দুয়ারী!একান্তই নেহায়েত মনের টানেনিতান্তই একান্ত সঙ্গোপনেসন্তর্পণে কবিতাকে নেই টেনে!রাতভর জেগে থাকি আমি আর চাঁদআর সাথে কবিতা-আমরা তিনজনে কাটাই পুরো রাত্রিটা!