আমি শুধু চেয়েছিলাম আমাদের এক'টা সংসার হোক।
আমি শুধু চেয়েছিলাম আমাদের এক'টা সংসার হোক।
আমি তো বিচ্ছেদ চাই নি।
আমি শুধু বলতে চেয়েছিলাম অবহেলার মাত্রা'টা একটু কমিয়ো,আমায় বরং একটু সময় দিয়ো,
আমি তো বিচ্ছেদ চাই'নি।
আমি চেয়েছিলাম তুমি আরও একটু ভালোবাসো আমায়,
এ চোখে আরও কিছুক্ষণ তাকাও,
হাতের আঙুলগুলো আরও কিছুক্ষণ ছুঁয়ে থাকো,
আমি বলি'নি তুমি নেপথলিনের মতো ভালোবাসা'টা উড়িয়ে দাও।
আমি চেয়েছিলাম তুমি বারবার বলো ভালোবাসি।
আমি তোমায় শাসন করি,জ্বালাতন করি এ কথা আমি শুনতে চাই'নি।
আমি চেয়েছিলাম তুমি রোজ শুভরাত্রি বলার পরেও তোমার মেসেঞ্জারের সবুজ বাতি'টা না জ্বলুক।
আমি চেয়েছিলাম সকালে আমার ফোনে এক টা কল আসুক।
আমি চেয়েছিলাম কেউ আমাকে বুক ভরে ভালোবাসুক।
সত্যি বলছি আমি বিচ্ছেদ চাই'নি।
আমি তো কেবল ভালোবাসা চেয়েছিলাম।
আমি বিচ্ছেদ চাই'নি