আদার্শ ছেলে | অপু চন্দ্র বর্মন
আদর্শ ছেলে
আকাশের তারাদের মতো
চোখে স্বপ্ন জ্বলুক,
মানুষের সেবায় নিজেকে
অর্জন করুক ফলুক।
সততা তার মন্ত্র,
দায়িত্ব তার ধ্যান,
শিক্ষার আলোয় উদ্ভাসিত,
মুক্তির পথে যান।
পিতার আশা পূরণ করে,
মাতার ভালোবাসা,
দেশের জন্য নিবেদন করে
বৈষম্যের ভাষা।
ভালোবাসার শক্তিতে
চালায় জীবনের রথ,
আদর্শ ছেলের কাঁধে থাকে
ভবিষ্যতের পথ।
মেধা, পরিশ্রম, নিষ্ঠায়
সে গড়বে নতুন ভুবন,
আদর্শ ছেলে হবেই সে
মানুষের হবে আপন।