জীবন, প্রেম ও প্রতিশ্রুতি: অপু চন্দ্র বর্মনের কবিতার গভীরতা

প্রেমপাশে বাঁধা জীবন - অপু চন্দ্র বর্মন

প্রেমপাশে বাঁধা জীবন

অপু চন্দ্র বর্মন

কথা দাও, হে প্রিয়তমা, চিরজীবন পাশে রহিবে।

অন্ধকারে আলোক হয়ে, দুঃখে সুখে দীপ্তি দানিবে।

মম হৃদয় তব হাততলে, বাঁধি রাখিবে প্রেমপাশে,

জীবনের গতি রহিবে ধ্রুব, এক তরণী এক সাগরে।

শপথ করো, আর কাহারে দিবে না মনোযোগ কোনদিন।

তোমার হৃদয় হোক আমার, মোহমুক্ত শুদ্ধ জীবন।

বৃদ্ধ হবো এক পল্লীগৃহে, মাটির ঘরে একাকী বসে,

সন্তান-সন্ততি বিহীন, কেবল ভালোবাসা দানে মজে।

অন্ন, বস্ত্র, সুখ-বিলাসের লোভ হোক অতি তুচ্ছ,

তোমার হাসি, মিষ্টি বচন, জীবন হোক তাতেই পূর্ণ।

ক্ষীণ দেহে অঙ্গালাপিত, ধূলি-পাঁকে ক্ষয়মান দেহ,

তথাপি মধুর মাধুরীভরা মুখটি থাকবে হৃদয়ে।

গৃহের দ্বারে আলপনা আঁকি, হাতে তোমার শুভ চিহ্ন,

চন্দ্রতাপে প্রহর গুনি, তোমার পদচারণে রমণ।

আলস্যবশত চেয়ে থাকি, তোমার দীপ্ত দুটি আঁখি,

দিবসের শেষে অস্তসূর্য হোক প্রেমসুখের সাক্ষী।

ক্লান্ত জীবনের ক্ষয়ে ক্ষয়ে, আসিবে এক দিন শেষ।

তবু মোর প্রার্থনা—তুমি পাশে থেকে দেবে হিতেষ।

মৃত্যুর পরে এ জীবনের যত স্মৃতি ও অঙ্গীকার,

তুমি রবে হৃদয়তলে, অমৃত প্রেমে চিরশ্রদ্ধার।

কথা দাও, হে মাধবীলতা, ভ্রান্ত পথে যাইবে না।

আমার সুখ, দুঃখ, ব্যথার সাথী হইবে, বদলাইবে না।

জীবনের শেষ অন্ধকারেও তুমি হও আলোর পথ,

তোমার মুখে থাকুক প্রিয়, আমার নামের শেষ স্মৃতিপথ।

© 2024 অপু চন্দ্র বর্মন. সকল অধিকার সংরক্ষিত।

Next Post Previous Post