একটুখানি দেখা | অপু চন্দ্র বর্মন
একটুখানি দেখা
অপু চন্দ্র বর্মন
দেখা হলে অনেক কিছুই ঠিক হয়ে যায়।
শুধু চেহারা দেখা নয়, হৃদয় ছুঁয়ে যায় তখন। চোখের ভাষা বলে দেয় না বলা শত কথা।
একটি মুখোমুখি দেখা, একটি সহজ হাসি, কিছু চুপচাপ বসে থাকা—এগুলোই মাঝে মাঝে বড় কোনো ভুল বোঝাবুঝির থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে।
আজকাল আমরা চ্যাট করি, ফোনে কথা বলি, স্ট্যাটাস দিয়ে অনুভব জানাই,
কিন্তু সেই সামনাসামনি বসে কথা বলার যে আকুলতা—তা হারিয়ে যাচ্ছে।
আর এই হারিয়ে যাওয়াতেই ভাঙছে অনেক সম্পর্ক।
অনেক ভুলের সুযোগ থেকে যাচ্ছে শুধুমাত্র দেখা না হওয়ার কারণে।
কথা বললেই যদি ভুল ভাঙে,
জড়িয়ে ধরলেই যদি মন খুলে যায়,
হাত ধরলেই যদি হৃদয় জোড়া লাগে—
তবে কেন আমরা সেই ছোট্ট সুযোগটা দিই না নিজেদের?
সময়ের অভাব, ব্যস্ততা, অহং—সব কিছুর মাঝেও যদি একটিবার দেখা হতো,
তবে হয়তো আজও কেউ কাউকে ছেড়ে যেত না।
হয়তো সম্পর্কগুলো ভেঙে পড়ত না এত সহজে।
হয়তো এখনও কেউ অপেক্ষা করত, বিশ্বাস করত, ভালোবাসত আগের মতোই।
সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে,
শুধু শব্দ নয়, শুধু বার্তা নয়—
প্রয়োজন একটুখানি সময়, একটুখানি উপস্থিতি,
একটি দেখা, একটি স্পর্শ, একটি মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত।
কারণ সত্যিই, দেখা হলে অনেক কিছুই ঠিক হয়ে যায়।