আশে পাশে হাজার রকমের মানুষ থাকলেও আমাদের ইনটেশন থাকে একটা মানুষকে নিয়ে।

একটা মানুষ এমননি এমনি তার ওয়াল জুড়ে অনুভূতি গুলো পুঞ্জীভূত করে না ভাই। . একটা মানুষ এমনি এমনি মন খারাপের কথাটা, গায়ে উত্তাপ বেড়ে জ্বর আসার কথাটা, হোঁচট খেয়ে নখ উপড়ে যাওয়ার কথাটা টাইমলাইনে পোস্ট করে না। . শখের বশে কেউ প্রাইভেসি ফ্রেন্ডস থেকে পাবলিক করে দেয় না ব্রো! . সব কিছুর পিছনে মানুষটার ইনটেনশন থাকে কেউ একজন দেখুক। আমার আড়ালে থেকে হলেও কেউ একজন দেখুক! . মানুষটার মন খারাপ জেনে অপর পাশের মানুষটার হৃদ বিগলিত হয়ে একটা ফোন আসুক আবার! গায়ে উত্তাপ বাড়ার স্ট্যাটাস টা দেখে অপর পাশের মানুষটার বুকে এক চিমটি হলেও ভালোবাসা বাড়ুক! . কেউ একটা বার যদি আবার বাজখাঁই গলায় বলে উঠে, "দেখে চলতে পারো না,চোখ কি কপালে রেখে হাটো?" এই আকাঙ্ক্ষাটা কতজনের মনের ভিতরে চলে, শুমারি হয়নি বলে হিসেব টা জানি নে! . আশে পাশে হাজার রকমের মানুষ থাকলেও আমাদের ইনটেশন থাকে একটা মানুষকে নিয়ে। . যদি কেউ বলে, " আমাকে বড্ড একা লাগছেরে।'' তুমি হয়তো উপহাস করে বলবে,"আশে পাশে এতো মানুষ তবু যদি তোর একা লাগে তবে চিড়িয়াখানায় যা!" কিন্তু সত্যি কথা হচ্ছে, আসলেই ঐ মানুষ টার একা লাগছে। যাকে আমরা মনে প্রাণে চাই,ঐ মানুষ টা ছাড়া হাজার লোকের ভিড়েও আমাদের একা লাগে। . আর এই একা লাগে বলেই হাজার হাজার ফ্রেন্ড, ফলোয়ার'সের আইডি বাদ দিয়ে ঐ নির্দিষ্ট মানুষের আইডিটাই বারবার ঘাঁটি। হোয়াটসঅ্যাপ'সেতার লাষ্ট সিন নোটিশ করি।ওর লাষ্ট স্ট্যাটাসে কে লাইক দিলো কে লাভ দিলো এইগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি। . কিন্তু সবথেকে বড় সত্যটি হচ্ছে,ঐ পাশের ঐ মানুষটা কিন্তু আমাদের চায় না। বেশিরভাগ ক্ষেত্রেই চায় না। আপনার উপস্থিতি তাকে বিবৃত করে। . কিছু কিছু মানুষ যখন বুঝে যায় যে নাহ, ওপাশের মানুষ টাকে আর ডিস্টার্ব করা যাবে না! এক তরফা ভাবে কোনো কিছুই সম্ভব না। যখন বুঝে যায়, নিজের ভিতরের অনুভূতি গুলো প্রকাশ করতে গেলে অপমান, অবমাননা আর অবহেলা ছাড়া কিছুই জুটবে না তখন অনুভূতি গুলো প্রকাশের জন্য কেউ কেউ ফেসবুক ওয়ালটাকেই বেছে নেয়। . আপনার কাছে হয়তো একজনের ধোঁকা খাওয়ার গল্পটা খুব হাস্যকর লাগতে পারে। আপনি ভাবতে পারেন, আরে ঐ লোকটা? সেতো এক নম্বরের হাঁদারাম! কিন্তু মনে রাখবেন, কাউকে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো।এতে অন্তত কারো অভিশাপ পেতে হয় না। সবশেষে কি আর বলবো? তবুও বলি.. অনুভুতিরা ওয়ালেই থাক, অনুভুতিহীন মানুষটার কানে না পৌঁছাক!!
Next Post Previous Post