ওকে আমি গলা টিপে মেরে ফেলব। আমার ছাড়া ও আর কারও হতে পারবে না। ওকে ছাড়া আমি আর কাউকে ভাবতেও পারব না
"
দীর্ঘদিনের সম্পর্কের ব্রেকআপ হলে একটা মানুষ পাগলের মত হয়ে যায়।
এমন কোন মিনিট কাটবে না যে একমিনিটে কম হলেও একবার করে তার কথা মনে পড়বে না।
যতই বুঝদার হোক আর যতই বয়স হোক না কেন, সে এলোমেলো চিন্তাতে ডুবে থাকবে।
"ওকে আমি গলা টিপে মেরে ফেলব। আমার ছাড়া ও আর কারও হতে পারবে না। ওকে ছাড়া আমি আর কাউকে ভাবতেও পারব না
। এইরকম পাগল পাগল টাইপ কথা বলবে।
এরকম মানুষকে বুঝাতে গেলে আপনার উপর রেগে যাবে। বুঝবে না কিছুই। একটা ছোট বাচ্চাকে কোন কিছু বুঝানো যেমন কঠিন ঠিক এরকম একটা মানুষকেও বুঝানো কঠিন।
এরকম মানুষের কেয়ার নেয়ার মত আসলে কেউ থাকে না। তারপরেও যদি চান, তবে তাকে হাজারটা পরামর্শ দিতে যাবেন না। যদি পারেন তাহলে তার কাছে বসে তার গল্প শুনুন।
বুকে তার ঝড় বয়ে যাচ্ছে, সেটা সে কাউকে বলতে পারছে না।
সিমপ্লি এরকম মানুষকে এড়িয়ে যেতে পারে ন। কারণ এরকম ইমোশনাল মুহুর্তে তাকে সামলাতে অনেক ধৈর্যের দরকার হবে।
আর যদি তার কেয়ার করেন তাহলে পাশে থাকুন।
বলুন, আচ্ছা ঠিক আছে, দরকার হলে ওর বাসায় যাব। তবুও এখন একটু শান্ত থাকতে হবে। আমি আছি তো পাশে।
যদি তাও না পারেন তাহলে মজা নিতে পারেন, সবাই যেটা করে। :)