• স্বপ্নের সঞ্চারপথ - অপু চন্দ্র বর্মন

স্বপ্নের সঞ্চারপথ - অপু চন্দ্র বর্মন

স্বপ্নের সঞ্চারপথ

লেখক: অপু চন্দ্র বর্মন

স্বপ্নের উল্লাসিত জাগরণে রচিত সুধানিধি,
কত মূর্ছনা মধুরা স্বপ্নচক্রে পরিপূর্ণ সঙ্গীত,
অচেতন আলেখ্য হয়ে ওঠে সজাগ প্রবাহে,
বিধৃত বিরহের বিষণ্ণ ছন্দে সঞ্চারিত প্রেম।

শূন্যতা বিন্দু হতে অবিরল ঝরিছে দুখগাথা,
অশ্রুসিক্ত নীলিমায় পরিসরী কাঁদিতেছে চেতনা,
অগোচরে বেদনাময় স্বপ্নের আলিঙ্গনে মিলিত,
কথার বাগান হতে বিস্মৃতির পথ ভ্রান্ত হয়।

স্বপ্নে স্বপ্নে পত্রাঙ্কিত বার্তায় বেজে উঠে ছন্দ,
প্রতিটি স্বর, প্রতিটি আওয়াজে হৃদয়-ভাসমান তন্দ্রা,
উল্লাসের মায়াবী রোশনাই নির্জনে করিয়া বিরাজ,
একটি অসীম আশা প্রকাশে অনুভূতির দাহ।

কথায় বাঁধি থাকে জন্মান্তরের একাগ্রতা,
আনন্দের সীমানায় জাগরণ ঘটে নিশীথে,
তাহার মধুর কোলাহলে হ্রদয় বিদীর্ণ করে,
স্বপ্নের কারিগর প্রহরীর মতো নিরব ভাস্কর।

তাহারা বিধৃত বিষাদের মাঝেও সুখের বর্ণ,
অনুভূতির দ্বারে বেদনার ফল্গু প্রবাহে থামায়,
চিরন্তন ভালোবাসা স্বপ্নের নিস্তরঙ্গে গড়ে,
কথায় কাঁদায় তৃষ্ণার্ত হৃদয়ের অলখ পথ।

ভাঙন প্রতিফলনে নিষ্প্রভ হয় মনন,
আঁধারে বিভ্রান্তি, জীবনের তিমির-পথে হালকা,
স্বপ্নঘন আঁধার শূন্যতায় ভাসাই বিষণ্ণতা,
তীব্র ব্যথায় স্তব্ধ সুখানন্দের সীমান্তে হাহাকার।

পতনের প্রতিধ্বনি স্বপ্নের চেতনায় ধ্বনিত হয়,
প্রিয় হাসির আলোকরে কর্ণের কাঁপন হৃদয়মাঝে,
বেদনার স্মৃতি মূর্ত হয়ে ফিরে আসে নির্দয়,
অগণিত প্রাপ্তি ও বিসর্জনের তীর্থে ছুটে যায়।

কথায় আশা বাঁধি এক মুহূর্তের নির্জনতায়,
স্বপ্ন জাগে গোপনে, বাস্তবিকের প্রতীক হয়ে,
ব্যর্থতা ভেঙে স্বপ্নমালা স্বরূপ লাভ করে মুক্তি,
অদৃশ্য কাঁদনধ্বনি রিক্ততায় প্রতিফলিত।

বিচ্ছেদের বিদীর্ণ পথে ক্ষীণ আশা রহে প্রতীক্ষায়,
স্বপ্নের মরুদ্যান শূন্যতায় পূর্ণ শান্তি আনে,
জীবনের নিষ্প্রভতায় বিরহের করুণ ছন্দ,
স্বপ্নকে বিধৃত করিয়া গড়ে প্রেমের মহা-রচনা।

কথায় সৃষ্টি হয় শ্রাবণের মেঘমালায় ভরা মুগ্ধতা,
স্বপ্নের সত্তায় করিয়া অনুপ্রবেশ মর্মস্পর্শী ঝংকার,
কথায় বাঁচে সেই কল্পলোকের নিবিড় তৃপ্তি,
কথায় মরে অবিরাম জীবন-প্রবাহে অভিমান।

একবার আলোর মতো উদ্ভাসিত সেই ভাবনার ঝরোকা,
দুঃখের ধ্রুবতারা রূপে পুনর্জন্মে স্বপ্ন বহি চলে,
কথায় ভাঙে হৃদয়ের অমূল্য স্বপনলোকে,
কথায় আবার গড়ে জীবনের নির্মাণ, প্রেমের ছন্দ।

অতীতের স্বর্ণরূপ হৃদয়ের গহনে জাগরিত হয়,
অশ্রুর অশ্রুত ধারায় বিরহী মন খুলে গান গায়,
স্বপ্নবিহীন পথের দিশাহীন সঞ্চারে দাঁড়ায়,
স্বপ্নের বীজ হতে বাঁচে জীবনের নূতন ভোর।

এইরূপ কথায় লুকায়ে থাকে স্বপ্নের প্রাণ,
ভাঙা-গড়া ধ্বংস-সৃষ্টির চক্রে আহ্বান করে মহিমা,
নিঃস্ব বীণার সুরে হৃদয়ের অন্ধকারে রাখে প্রদীপ,
কথায় স্বপ্ন বাঁচে, কথায় আবার মরে, নিঃশ্বাসের রূপ।

© ২০২৪ অপু চন্দ্র বর্মন মেলোডি

Next Post Previous Post