পথিকের পদচারণা — অপু চন্দ্র বর্মন
পথিকের পদচারণা—
অপু চন্দ্র বর্মন
একাকী পথিক, ধূলি মাখা পায়ে,
অজানা গন্তব্যে যায়।
মনের মানচিত্রে নেই কোনো চিহ্ন,
শুধু বাতাসের সুরে মিশে আছে গান।
কাঁটাঘেরা পথে হেঁটে চলে সে,
সূর্যের তপ্ত আলোতে ঝলমল করে মেঘ।
কখনো বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে চোখে,
কখনো বা মন ভরে ওঠে স্বপ্নের রঙে।
পাহাড়ের চূড়ায় উঠে তাকায় দূরে,
নীল আকাশের বুকে ভাসে স্বপ্নের নৌকা।
অজানা ভূমি খুঁজে সে চলে যায়,
নিজেকে খুঁজতে খুঁজতে।
পথের ধূলি মাখা হাতে তার,
কিন্তু হৃদয় পরিপূর্ণ আশা।
একদিন সে পৌঁছাবে গন্তব্যে,
স্বপ্নের দেশে।
একাকী পথিক, ধূলি মাখা পায়ে,
অজানা গন্তব্যে যায়।
মনের মানচিত্রে নেই কোনো চিহ্ন,
শুধু বাতাসের সুরে মিশে আছে গান।
কাঁটাঘেরা পথে হেঁটে চলে সে,
সূর্যের তপ্ত আলোতে ঝলমল করে মেঘ।
কখনো বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে চোখে,
কখনো বা মন ভরে ওঠে স্বপ্নের রঙে।
পাহাড়ের চূড়ায় উঠে তাকায় দূরে,
নীল আকাশের বুকে ভাসে স্বপ্নের নৌকা।
অজানা ভূমি খুঁজে সে চলে যায়,
নিজেকে খুঁজতে খুঁজতে।
পথের ধূলি মাখা হাতে তার,
কিন্তু হৃদয় পরিপূর্ণ আশা।
একদিন সে পৌঁছাবে গন্তব্যে,
স্বপ্নের দেশে।