বেদনার মাঝেও প্রেম অমর
ভালোবাসার বেদনা
—অপু চন্দ্র বর্মন
ভালোবাসার জগতে প্রাপ্তি বলে
যদি কিছু থাকে, তবে তার নাম বেদনা,
চোখে চোখ রাখা স্মৃতির মেলা,
অতীতের ছায়ায় জড়ানো ব্যথা।
আলোর মতন হাত বাড়িয়ে
যায়না ছোঁয়া স্বপ্নের আকাশ,
অপূরিত আশা, নীরব অভিমান
মনে জাগায় এক বিষণ্ন নিঃশ্বাস।
তবুও তো হৃদয় চায় ভালোবাসা,
জীবনের প্রতিটি ক্ষণ জুড়ে সে থাকে,
বেদনার গভীরতা হয় সুখের মাপকাঠি,
যার ছায়া তলায় প্রেম আপনাকে ডাকে।
তাই তো বলি, বেদনার নামেই প্রেম,
তার মাঝে লুকিয়ে সুখেরও সুর।
বেদনার বুকে জমে থাকে আশা,
ভালোবাসা চিরকালই হয় অনন্ত ধ্রুবতারা।