একটি প্রাচীর, একটি জীবন

শত বর্ষের প্রাচীর — অপু চন্দ্র বর্মন

শত বর্ষের প্রাচীর

শত বর্ষের প্রাচীর

—অপু চন্দ্র বর্মন

শত বর্ষের একটি প্রাচীরে,

লেগে আছে ধুলো, সময়ের ক্ষতচিহ্ন।

কিছু বিষাদ, কিছু মায়াবী রৌদ্রময়,

যেন এক বেদনাময় সৌন্দর্যের ছবি।

প্রাচীরের ফাঁকে ফাঁকে জন্মেছে শ্যাওলা,

তাদের গল্পে ভরা সবুজ শিরা।

যেন তারা জানে অতীতের রূপকথা,

শত স্বপ্ন ভাঙা আর জোড়া লাগার কাহিনি।

প্রাচীরের ওপারে এক মলিন সূর্য,

তার আলোয় ঝলসে যায় সব স্মৃতি।

মৃত সময়ের পাতায় লেখা কবিতা,

যার শব্দে মেশে বিষাদ আর ভালোবাসা।

শত বর্ষের এই প্রাচীর,

কেবল ইট-কাঠের নয়,

এটি একটি জীবন, একটি ইতিহাস,

যা গল্প হয়ে বেঁচে থাকবে চিরকাল।

© ২০২৪ অপু চন্দ্র বর্মন। সর্বস্বত্ব সংরক্ষিত।
Next Post Previous Post