সে আমার না হোক: এক আকাশ সমান ভালোবাসার কবিতা
সে আমার না হোক
একটি হৃদয়স্পর্শী কবিতা
সে জানুক, পৃথিবীর প্রান্তে কোথাও
ক্ষুদ্র হৃদয় এক, পূর্ণ আকাশ যথা।
তাকে ভালোবেসে, ব্যথিত নিশ্বাসে
দেখার আশায় জাগে, উদাস ব্যাকুলতা।
সে জানুক, শূন্য পলকের চাহনি
কারো বুকের মাঝে জাগায় ব্যথার স্রোত।
সে জানুক, তাকে পাবার সাধ্য নাই
তবু প্রার্থনায়, সুখে থাকুক দারুণ।
অপরিচিত হলাম, আমরা হঠাৎ
শপথ ছিল যেথা, থাকবে নিত্যসাথ।
পড়েছিলাম কোথা, লেখা ক্ষুদ্র যথা
তবু ব্যথার ভার, ভীষণ সত্যসাথ।
“তোমাকে এক পেলে, অন্য কেউ হারালো”
অল্প বাক্যে কত অশ্রু ঢালালো।
কারো দিন-রজনী, বছরের সাধনা
অন্য কেউ পায়, বিনা ত্যাগের বাঁধনা।
জেনেও না পায়, কত আশা জাগে
কারো হৃদয় শূন্য, সে ব্যথিত লাগে।
ক্ষুধার্ত এক ভিক্ষু, দিনের পর দিন
অপেক্ষায় থাকে, হৃদয়ের গহীন।
তোমার সুখ হোক, সকল ত্যাগ তরে
কোথাও কেউ পড়ে, অশ্রুর সাগরে।
তবু প্রার্থনা, তার হাসি ফুটুক
দুনিয়ার সুখে, জীবন ভরে উঠুক।