ধর্মের নামে মিথ্যাচার ও প্রতিবাদী কণ্ঠস্বর: শৈরাচারের ছায়া

শৈরাচারের ছায়া - অপু চন্দ্র বর্মন

শৈরাচারের ছায়া

লেখক: অপু চন্দ্র বর্মন

শৈরাচারের ছায়া চিত্র
শৈরাচার ও প্রতিবাদের চিত্র।

হে শৈরাচারী শাসক,
তোমার শাসন অন্ধকারের ছায়া,
অন্যায়ের প্রদীপ জ্বালাও,
মিথ্যার মঞ্চে ন্যায়কে ব্যঙ্গ কর।

ধর্মের নামে মিথ্যাচার ছড়াও,
সত্যের শিরস্ত্রাণ ছিনিয়ে নেও,
হিন্দুর ঘরে আগুন ধরাও,
বন্দী কর ন্যায়ের পথযাত্রী।

তোমার কথায় কটাক্ষ ঝরে,
সমাজের বুকে বিভেদ গড়ে।
মানবতা তবু নত হয় না,
সত্যের আলো মুছে যায় না।

অন্যায়ের শাসন ক্ষণিকের মায়া,
সত্যের জয় ধ্রুবতারার জ্যোতি।
শৈরাচারীর অবসান হবে,
মানবতার ধ্বনি প্রতিধ্বনিত হবে।

হে শাসক, সময়ের চক্র ঘুরবে,
তোমার মিথ্যা চূর্ণ হয়ে যাবে।
প্রতিবাদে ওঠবে সমাজ,
তোমার ছায়া মিলিয়ে যাবে।

© ২০২৪ অপু চন্দ্র বর্মন। সর্বস্বত্ব সংরক্ষিত।

Next Post Previous Post