তোমার ছোঁয়ায় অসহায় হৃদয় জাগ্রত"

অসহায় প্রেম - অপু চন্দ্র বর্মন | fusionbd.com

অসহায় প্রেম

লেখক: অপু চন্দ্র বর্মন

নিঃশ্বাস ফেলিতে হয় সযত্নে,
ললাটে সরায়ে কেশপাশ যতনে।
ঘাড়ের কাছে, যেন তোমার মনে,
আমি অসহায়, স্পষ্ট বুঝাই নির্ঘাত।

নিরব দেহে যতটা আছে সাহস,
তোমার পাশে দাঁড়ায়, রাখি বিশ্বাস।
কিছু বলিব না, শুধু চাহিয়া থাকিব,
যেমত থাকে বৃষ্টির পূর্বে আকাশ।

তুমি যদি তখন কাছে টানো আমায়,
হৃদয় হইবে নীরব ঝড়ের সন্ধ্যায়।
স্তব্ধ হয়ে থাকিব তোমার বাহুপাশে,
যেমত থাকে মাটির বুক নীরবে।

সেই নীরবতায় হৃদয় কথা বলিবে,
মনের গভীরে প্রণয়ের আলো ছড়াবে।
তোমার স্পর্শে পুড়িব যত ভয়,
প্রেমে গাঁথিব জীবনের সংশয়।

বাহুতে তোমার শুদ্ধতার স্বাদ,
আমি হারাব সমস্ত অন্ধকার।
চোখে চোখ রাখি দেখিব অনন্ত,
তোমার প্রেম যেন আমার জীবন্ত।

মনে হয়, এ জীবন শুধু তোমার তরে,
তোমার ভালোবাসায় মুগ্ধতায় ভরে।
তোমার হাসি যেন নদীর কলতান,
তোমার চাহনি মহাকালের গান।

তোমার কোলে মাথা রাখিয়া শপথ,
ভালোবাসা হোক শাশ্বত অনর্থ।
চাইবো না আর জীবনে কিছুমাত্র,
তোমার হৃদয়ে পাই শান্তি অপার।

জীবনের ক্লান্তি যদি ছুঁয়েও যায়,
তোমার ভালোবাসা যেন রক্ষা পায়।
তোমার পাশে আমি শুধুই নত,
তোমার জন্য এই হৃদয় অনন্ত।

Next Post Previous Post