অস্তিত্বের আদিতে দাঁড়িয়ে: এক ছলনাময় ছায়া

এক ছলনাময় ছায়া - অপু চন্দ্র বর্মন

এক ছলনাময় ছায়া

— অপু চন্দ্র বর্মন

সেখানে, মহাবিশ্বের আদিতে,
আমি দাঁড়িয়ে ছিলাম নক্ষত্রের ছায়ায়,
অমোঘ নীরবতা জড়িয়ে রেখেছিল আমায়,
সময় তখনও শূন্যতার গর্ভে ছিল—
না কোনো শুরু, না কোনো শেষ।

তারপর ধীরে ধীরে আলো ফুটল,
প্রথম কম্পন ছড়িয়ে দিল অনন্তের বুকে,
গ্যালাক্সিরা জন্ম নিলো, নক্ষত্রেরা জ্বলে উঠল,
পৃথিবী তার প্রথম শ্বাস নিলো।
কিন্তু আমি তখনও দাঁড়িয়ে,
ঠিক সেখানেই,
যেখানে আদিকাল একাকার হয়ে আছে অনন্তের সঙ্গে।

সবাই বলে, সময়ের বয়স বেড়ে যাচ্ছে,
সে ছুটে চলেছে, গড়িয়ে পড়ছে,
কালো গহ্বরে বিলীন হয়ে যাবে একদিন!
কিন্তু আমি তো জানি,
সময় কখনোই বয়স্ক হয় না,
সে শুধু রঙ বদলায়,
তোমার দৃষ্টির আয়নায়।

আমি এখনও দাঁড়িয়ে আছি সেই প্রথম মুহূর্তে,
যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এক বিন্দুতে মিশে গেছে,
আর সময়?
সে তো কেবলই এক ছলনাময় ছায়া!

#বুধবার
১৯ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
রুহিয়া, ঠাকুরগাঁও।

Next Post Previous Post