নারীকে নারীর বিরুদ্ধেও সতর্ক হইতে হইবে — অপু চন্দ্র বর্মন | বাংলা কবিতা | নারী তুমি
নারীকে নারীর বিরুদ্ধেও সতর্ক হইতে হইবে
শুধু পুরুষেরে বাঁধিয়া রাখিলে,
চলিবে না নারী, এ সত্য জাগে।
যে ঘর আপনার, তাহারি ভিতরে
অনাচার জন্মে, অভিশাপ লাগে।
সহসা উত্তরে বলিবে হৃদয়—
নারীর বিরুদ্ধেও রাখিবে নয়ন।
শত্রু যে বাইরে, তা জানে সকলে,
ভিতরের ঘাতক গোপন সংশয়ন।
শুরু হউক যাত্রা হৃদয়ে হৃদয়ে,
স্বজনের মুখে থাকিবে না ছুরি,
উন্নতিতে যেন নারী না ঠেকে
নারীর দ্বারা ক্ষুদ্র অভিসূরি।
স্নেহের পরিবর্তে হিংসা লালিত
বহু নারীসঙ্গিনী, বহু নারীজন—
নাম করেন বোন, মুখে বলেন 'মিত্র',
কিন্তু অন্তরে ভরে বিষ-মন।
যে নারী সফল, তাহারে করিয়া
অপবাদ-ছায়ায় রাখিবে নির্ভয়ে,
সেই কি নারী? না, সে তো নির্মম
অসহযোগিনী ছলনাময় ভয়ে।
ভ্রাতার ভয় নাই, থাকে না দ্বেষ,
কিন্তু ভগ্নীর দৃষ্টি করে সংশয়;
অফিসের ভিতর, সংসার-পরশে
নারীই নারীরে দেয় ব্যথার বিষয়।
নারীর আন্দোলন হৃদয় চাই,
হৃদয়ে যার স্পন্দন জাগে,
না'হিলে চলিবে না, না'হিলে শুধু
স্লোগান-লিপিতে প্রতিবাদ লাগে।
"তুমি ভালো, আমিও ভালো"
এই বাক্যে গড়ে উঠে না আলো,
যদি হৃদয়ে না থাকে আলো,
তবে সে বাক্য নিরর্থক বালু।
কার্যকারিণী যেসব নারী,
শাসন-নিয়ন্তা সিংহাসনে,
তাঁহারাও যদি নারী না বোঝে,
নারীর অশ্রু পড়ে বিস্মরণে—
তবে সেই নারী হইবে শাসক,
তবে সেই নারী নয় মা-রূপিনী,
তবে সে কাঠিন্যে গড়িবে শৃঙ্খল,
তবে সে নারী হইবে হত্যিনী।
এখানে আর বলিতে দ্বিধা নাই—
নারীরাই কাটে নারীর পথ।
সফলতা দেখিলে সইয়ের মুখে
কেন জাগে না আশীর্বাদের রথ?
তবু বলা চলে না সহজ সে কথা,
কারণ 'নারী' মানে, শুধু মায়া নয়—
নারীও মানুষ, তারও থাকে
হিংসা-অহংকার-অতৃপ্ত ভয়।
তাই বলি নারী, আগে দেখো
তোমার হৃদয়ে কতটুকু কলুষ?
কেড়ে নিচ্ছো না তো অন্য নারীর
স্বপ্নভবন, দিচ্ছো না নিঃশ্বাস-নিষ্কর্ষ।
আগে গুছাও আপন ঘরবাড়ি,
স্নেহে ভালোবাসায় রাখো দীপ্তি,
তারপর যেও গো বাহির যুদ্ধেতে
সাথে লইয়া হৃদয়ের নীতি।
মুক্তি হইবে না একতরফা চিৎকারে,
আন্দোলন চাই হৃদয়ের গন্ধে।
নারী যদি নারীকে দেয় সম্মান,
তবে রবে না পেছনের বাঁধে।
না-হলে, শুধু পুরুষের ঘাড়ে
দোষ চাপায়ে করিলে গর্জন,
নারীরও নারীর প্রতি যে দোষ,
সেটা ঢেকে দিবে না আন্দোলন।
সত্য যদি চাও, তবে বলো,
নারীও করুক নিজের বিশ্লেষণ।
কে আঘাত করে, কে তোলে বাঁধা—
সেই খোঁজ লও সহনশীল মন।
নারীকে নারী বুঝিলে তবে,
নারী হইবে ভবিষ্যতের সূর্য।
জন্ম দেবে নবদিনে উজ্জ্বল,
মুছাবে আঁধার, নির্মাণে হুর।