রাজনীতি সমাচার | অপু চন্দ্র বর্মন | পর্ব ০১
বাংলাদেশে এমন কোনো দল নেই—
যাদের বিরুদ্ধে “খারাপ কাজ করেনি” এমন সার্টিফিকেট দিতে পারো।
আওয়ামীলীগ–বিএনপি–জামায়াত–বাম–ডান—
সবাই ক্ষমতায় গেলে একই গল্প।
দল বদলায়, চরিত্র বদলায় না।
চিন্তা করতে শিখুন, ভাবুন! ভাবা শুরু করুন —
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বেতন ৩–৬ হাজার টাকা,
নির্বাচনে খরচ লাগে লাখ-লাখ টাকা।
এটা দেখে যদি কেউ বুঝতে না পারে
যে এখানে “সেবা” না, “সুযোগ” বিক্রি হয়—
তাহলে সত্যিই মাথায় গু ছাড়া কিছু নেই।
আমরা নোংরা সিস্টেমকে ভোট দিই,
আবার নোংরা রাজনীতির দোষ দিই!
ভোট দেওয়ার আগে ৫০০ টাকা–একটা শাড়ি–একটা ভাতের প্লেটে নত হয়ে যাই,
তারপর আবার বলি—
“দেশ উন্নয়ন হোক।”
হাসতে ইচ্ছা করে, আবার কাঁদতেও।
আমাদের দেশে রাজনীতি নোংরা হয় না—
রাজনীতি নোংরা হয় জনগণকে নোংরা বানিয়ে।
যে দেশে—
স্বজন, গোত্র, ধর্ম, টাকার বিনিময়ে ভোট হয়,
চুরি, দখল, দুর্নীতিকে “চালাকি” মনে করা হয়,
ক্ষমতার লাঠি দেখলেই আমরা পা কাঁপাই,
সেখানে উন্নয়ন হবে কী করে?
রাগ করার আগেই সত্যিটা মেনে নাও—
- জনগণ বদলাবে না—তাহলে রাজনীতি বদলাবে কীভাবে?
- মাথা যতদিন বিক্রি থাকবে, ততদিন ভোটও বিক্রি হবে।
- ভোট বিক্রি হলে দেশও বিক্রি হয়।
রাজনীতি বদলানোর গল্প নয় এটা—
এটা আমাদের চরিত্রের আয়না।
আজ একটা প্রশ্ন—
আমরা সত্যিই পরিবর্তন চাই?
নাকি শুধু ফেসবুকে বুদ্ধি ঝাড়াই?
© 2025 অপু চন্দ্র বর্মন
