অতল নীল হৃদয় | বাংলা কবিতা | অপু চন্দ্র বর্মন
অতল নীল হৃদয়
অপু চন্দ্র বর্মন
সমুদ্র নেই কাছে— ক্ষতি কী তাতে?
হৃদয় আমার অতল নীল,
নিঃশব্দ নিস্তরঙ্গ হ্রদ এক,
যেখানে আকাশ ভাসে প্রতিদিন,
তবুও তীর নেই— নেই ফিরে আসা।
দূরত্বের এই নির্জনতা,
আমার প্রিয় নিঃসঙ্গ বন্ধন,
বাতাসে ভাসে তোমার নাম,
তবু তোমার ছোঁয়া পাই না—
পাই কেবল প্রতিধ্বনি আর অপেক্ষা।
মেঘের অভিমানে ঝরে বৃষ্টি,
প্রকৃতির ক্রন্দন মিশে যায় নিয়তিতে,
তোমায় আমি দেব প্রেম, প্রিয়,
আমৃত্যু— অন্তহীন স্রোতের মতো।
কিন্তু ক্ষমা?
না, সে অধিকার তুমি হারিয়েছ বহু আগেই…
৩০/১০/২০২৫
বৃহস্পতিবার