মানুষ খুঁজি — অপু চন্দ্র বর্মন | বাংলা কবিতা ২০২৫
মানুষ খুঁজি
অপু চন্দ্র বর্মন
৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
❑
চারিদিকে ধার্মিক মানুষের ছড়াছড়ি
কিন্তু মানুষ দেখি না—
যেন নামের আড়ালে লুকানো শূন্যতা,
কপালে তিলক, হাতে জপমালা,
কিন্তু হৃদয় ফাঁকা।
দরজার বাইরে ক্ষুধার্ত শিশু কাঁদে,
ভেতরে ঘণ্টাধ্বনি আর প্রার্থনার সুর—
ধূপের গন্ধে ঢেকে যায় রুটি-ভাতের হাহাকার।
ধর্মকে আকাশে তুলে ধরেছে সবাই,
কিন্তু মাটিতে মানুষ নামের বীজ
শুকিয়ে গেছে অনেক আগেই।
আমি খুঁজি—
মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জায় নয়,
রাস্তার ধুলোয়, ভাঙা কুঁড়েঘরের আঙিনায়—
সেই মানুষ,
যার চোখে দয়া,
যার হাতে ভালোবাসা,
যার বুকে কেবলই মানবতার আলো।