দাসত্বের শৃঙ্খল | অপু চন্দ্র বর্মন | বাংলা কবিতা
দাসত্বের শৃঙ্খল
অপু চন্দ্র বর্মন
❑
উচ্চশিক্ষার অরুণ আলো,
বেতনের মোহে হ’ল কালো।
হৃদয় হারা, বুদ্ধি নত,
মনিবগণে দাসরথ।
যুক্তির শেকল বাঁধে প্রাণে,
নিজের দুঃখ লুকায় গানে।
বলে তখন অহংকারে—
“অনুগত আমরা তোমার দ্বারে।”
শিক্ষার ফল যদি হয় হীন,
স্বাধীনতা হয় যদি বিলীন,
তবে সে জ্ঞান অন্ধকার,
বিষের মতো করে অপার।
হে মানব! জাগো এবার,
ছিঁড়ো দাসত্বের অন্ধকার।
সত্যস্বাধীন দীপ জ্বালো,
জীবন হোক মুক্তিজ্বল।