হে আল্লাহ তুমি খাওয়ালে আমি খাই— অপু চন্দ্র বর্মন | বাংলা কবিতা

 



হে আল্লাহ তুমি খাওয়ালে আমি খাই


হে আল্লাহ তুমি খাওয়ালে আমি খাই,

তুমি দিলে প্রাণে আলো পাই।

তুমি না চাইলে কিছুই হয় না,

তুমি ছাড়া দুনিয়ায় সান্ত্বনা।


হে আল্লাহ তুমি দিলে শ্বাস চলে,

তুমি না রাখিলে প্রাণ মরে তলে।

তুমি দিলে শক্তি আমি পথ চলি,

তুমি না ধরিলে পড়ে যাই থলি।


হে আল্লাহ তুমি দিলে জল তৃষা মেটে,

তুমি না চাইলে নদী শুকাই রে ক্ষণে।

তুমি দিলে আচ্ছাদন শরীর ঢাকে,

তুমি না রাখিলে লজ্জা জাগে।


হে আল্লাহ তুমি দিলে আশা ফুল ফোটে,

তুমি না চাইলে হৃদয় শুকায় ক্ষণে।

তুমি দিলে করুণা সুখের দান,

তুমি না চাইলে মরে যায় প্রাণ।


হে আল্লাহ দয়াময়, করুণাময়,

তুমি ছাড়া জীবনে কেহ নাহি হয়।

তুমি দিলে সব, তুমি ভরসা,

তুমি না রাখিলে শূন্য দুনিয়া।


অপু চন্দ্র বর্মন 

৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ।

Next Post Previous Post