স্বপ্নের অঙ্গীকার - অপু চন্দ্র বর্মন

স্বপ্নের অঙ্গীকার - অপু চন্দ্র বর্মন

স্বপ্নের অঙ্গীকার

লিখেছেনঃ অপু চন্দ্র বর্মন

প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর ২০২৪

মানুষ হওয়ার আকাঙ্ক্ষা

আমিও একদিন হবো মানুষ,
জীবনের পথে নির্ভীক হাঁটিব।
কণ্টকের ভয় ভুলিয়া চলিব,
স্বপ্নবীজ হৃদয়ে বপিব।
আকাশের শিখর ছুঁইতে চাই,
বাহু মেলি দিব দিবানিশি।
সন্ধ্যা তারা সাক্ষী রাখিব,
অস্তগিরি পানে আশিষি।

কবি হওয়ার স্বপ্ন

আমিও একদিন হবো কবি,
শব্দে রচিব রঙিন কাব্য।
গীতের বীণায় ছড়াইব মাধুরী,
মনের যত কথা নব।
শূন্যতায় সুর পূর্ণ করিব,
জাগ্রত করিব নীড়ে আলো।
আমার কবিতা হবে স্বপন,
তোমার প্রভাতে রূপময় কল্যাণ।

সফলতার পথে

আমিও একদিন হবো সফল,
পার করিব যত বাধা পথ।
গিরিশিখরে পৌছাই ঘোষিব,
"আমি পারি, আমি জিতিব!"
সহস্র চেনা মুখের ভিড়ে,
আমার হাসি ছড়াইবে দিগন্তে।
সফলতায় জ্বালিব প্রদীপ,
অন্ধকার রাতে দীপ্যমান।

জীবনের কাব্য

জীবন যে এক খোলা পাতা,
তাহাতে লিখিব নিজ কাহিনী।
সুখ দুঃখ মিশ্রিত পঙক্তি,
তবুও সেগুলি হবে চিরন্তন।
স্বপ্ন সাজাইব আপন হাতে,
সৃষ্টি করিব নিজের পথ।
আমিও একদিন হবো আমি,
আমার ছায়ার মত সত্য।

© ২০২৪ অপু চন্দ্র বর্মন | সর্বস্বত্ব সংরক্ষিত

Next Post Previous Post