"স্মৃতির সঙ্গী | অপু চন্দ্র বর্মন | বাংলা কবিতা | ভালোবাসা ও স্মৃতি"

স্মৃতির সঙ্গী | অপু চন্দ্র বর্মন | বাংলা কবিতা | ভালোবাসা ও স্মৃতি

স্মৃতির সঙ্গী

লেখক: অপু চন্দ্র বর্মন

তবুও যদি তুমি চলে যেতে চাও,

তোমার পদধ্বনি আর ছায়া ছাড়িয়ে,

তবে তোমার প্রতিটি স্মৃতি মোরে,

তোমার সাথে নিয়ে যেও, প্রিয় হিয়া!

তবে কি তুমি জানো, তুমি বিদায় নিলে,

মনের প্রান্তরে গাঁথা হবে মিথ্যা কিসসা,

এ পটে আঁকা হবেনা কোনো ছবি,

তবে যেন পৃথিবী পড়ে যায় সবগুলো প্রথা!

তুমি চলে গেলে—অন্তর গগন নিঃসঙ্গ হবে,

মধ্যরাতে চোখে জল শুকিয়ে যাবে মাটি,

এ গোধূলি বেলায় যখন আকাশ আলোহীন,

শুধু তোমার স্মৃতিই আমার চরণে থাকে ভারি।

স্মৃতিরা সঙ্গী হয়ে হৃদয়ে বাঁচবে,

যতই পথ পাড়ি দাও তুমি দূরে,

তবে একদিন তোমার মধুর হাসি শুনতে পাবো,

এ অভিমানই হবে আমার সঙ্গী প্রিয়!

যদিও তুমিতো চলে যাবে কোনদিকে,

আমি যেনো তোমার কথায় বসন্ত পাই,

তবুও তুমি বেঁচে থাকবে তোমার স্বপ্নে,

শব্দেরা গাইবে তোমার সুরের রূপালি নাই!

তোমার চোখে যে জল ছিল পবিত্রতম,

কাজল বা রক্তে আঁকা, মন্দ নয় তবুও,

কিন্তু স্মৃতি তাই চিরকাল ধরে থাকে,

অগ্নি গড়ে মনকে তাপ দেয়া যেনো,

তুমি চলে গেলেও হারাবো না তোমায়!

চলতে চলতে দূরে চলে যাবেও তুমি,

আর নয় কোনো উষ্ণতা, কিন্তু স্মৃতি অবিরাম,

তবে তুমি থাকবে হৃদয়ের কোণে,

এ জীবনপথে আমি পথিক হই,

তোমার ধ্বনিতেই শোনা হবে নতুন মানাম!

কবিতাটি প্রকাশিত হয়েছে অপু চন্দ্র বর্মনের লেখনীতে।

Next Post Previous Post