অপু চন্দ্র বর্মনের অমৃত কাব্য

অমৃত কাব্য - অপু চন্দ্র বর্মন

অমৃত কাব্য

লেখক: অপু চন্দ্র বর্মন

জ্যোতিষ্কের আলোয় উদ্ভাসিত গগন,
সুবর্ণরশ্মি ছড়িয়ে দেয় চতুর্দিক মনন।
প্রবাহমান স্রোতে প্রণম্য গঙ্গা,
শান্তি দেয় অন্তরে, দূর করে অমঙ্গা।

চন্দ্রমার শীতল কিরণে অভিষিক্ত প্রান্তর,
কুসুমমণ্ডিত বন অরুণোদয়ের স্বপ্নঘর।
অজস্র তারা আকাশে করে আলোক বিস্তার,
প্রকৃতির মায়ায় ধরা হয়ে ওঠে অপার।

সতত পবন প্রবাহিত হয় অবিরত,
মর্মর ধ্বনিতে প্রকাশিত হয় হৃদয়গত।
বৃক্ষরাজির মাঝে খেলে নীরব মর্মর,
ধরণীর কোলে রয়েছে অপার সম্ভার।

অরণ্য সুশোভিত নন্দন কাননে,
স্রষ্টার সৃষ্টিতে বিরাজে গভীর চেতনে।
অমৃতের সন্ধানে ঋষিরা করিছে ধ্যান,
তপোবনে বসে গায় পবিত্র জ্ঞান।

রুদ্রের তাণ্ডবে ধ্বংস হয় অশুভ তমসা,
শিবের অনুগ্রহে ভাসে জগতে পবিত্র আশা।
সত্যের প্রদীপ জ্বালায় অন্ধকারে আলোক,
মোহন মায়া ভেঙে মেলে মুক্তির পথোক।

মানব সমাজে বিরাজ করুক শান্তি,
ধর্মের অনুশাসনে হোক পূর্ণ ত্রিপ্রান্তি।
জ্ঞানের সাধনা করুক শুভ্র জ্যোতিষ্মান,
অজ্ঞানের অবসানে হোক সকল কল্যাণ।

কপিরাইট অপু চন্দ্র বর্মন

Next Post Previous Post